Saturday 21 July 2012

অবাক কাণ্ড !

       স্বপ্নে দেখি  ভোর আকাশে  উড়ছে অঙ্ক বই ,
      সংখ্যাগুলো ছাদের উপর ছড়িয়ে পড়ছে ওই !
ভাবছি অনেক দেখছি তবু হিসেব তো কই মিলছে না ,
চকোলেট-এর লোভ দেখিয়েও বই মাটিতে নামছে না !!

Wednesday 18 July 2012

কপিলমুনি-র সজল-কাজল

কি লিখি এই  আনন্দময়  বর্ষা মুখর দিনে ,
ছাত্রদিনে  ভবিষ্যতের পথঘাট  লও  চিনে !
জীবন একটা  সুযোগ  তার সব আনন্দ লও,
কপিলমুনি-র সজল-কাজল দশের সেরা হও !! 

Sunday 15 July 2012

দিও আমায় !

কিসের এত আনন্দ  মৌ,  করছো ওড়াউড়ি ?
গাছ,  ভরেছো ফুলে ফলে  সেজেছো দিনপরী !
দিনভর গান গাইছে পাখি , ঝিঁঝি ব্যস্ত রাতে !
এই ভুবনের যা আনন্দ -- সব দাও আমাতে !! 

Monday 26 March 2012

ও বেনে বৌ !

উড়কি ধানের মুড়কি মুড়ি বালাম ধানের খই ,
ও বেনে বৌ, ধুলোর ঘরে লুকিয়ে কেন  সই ?
আয় না খেলি চু-কিৎ-কিৎ খেলামকুচির খেলা,
সন্ধ্যা হলে ঘাটে ভাসায় কুলকুলতির ভেলা !

Thursday 22 March 2012

ইড়িং বিড়িং

ল্যাপটপেতে  বসছে  তিথি    যখন তখন ,
লিখছে  কথা  আঁকছে ছবি    যেমন খুশি !
ওয়েবক্যাম-এ তুলছে ফটো  যেমন তেমন ,
ইড়িং বিড়িং নিই মজা, আয়... ও মৌটুসি !




ছুট-কেত্তন

ছুঁচো বাজায়  হারমোনিয়াম  খঞ্জনিতে ভুলো ;
ইদুর  নাকি খোল বাজাবে  নাম গাইবে  হুলো !
উটকো গ্রুপের ছুট-কেত্তন, দেখবে নাকি তা-ই ?
এসব শুনে নাচছে বাবান.. তাই রে না রে নাই !



Sunday 18 March 2012

আবোলতাবোল - ৩

গান  ধরেছে  গঙ্গা  ফড়িং, ফিঙের মুখে  শিঙে ;
আড়ালে ওই মুচকি হাসে গাছপাঁঠা আর ঝিঙে !
নাই  পরোয়া  তাই  চলেছে  উচ্চিংড়ির  নাচ ;
আবোলতাবোল বুজকুড়িতে দেয় উঁকি রুই মাছ !


Wednesday 14 March 2012

না জানি কি নাম !

কি যেন এক পাখি , নাম জানা নেই কারো !
অবাক বাবান বলে, বাবা..ওর নাম বলতে পারো ?
কি করি ? হার মানি;  কতকিছুই না জানি !
ঘরের পাশেই সঙ্গী এত, সবাইকে না চিনি !!

Friday 9 March 2012

ছোটা ভীম !

BEN TEN-এর চশমা ঘড়ি কিনবো চাঁচর মেলাতে ;
কিনতে  হবে  রান্নাবাটি  খেলবো  দুপুর  বেলাতে !
লাড্ডু  কিনি  তিরিশ ডজন, সাতাশ ডজন  ডিম ;
আসবে  খেতে  নেমতন্ন   pogo-র   ছোটা  ভীম !


Wednesday 7 March 2012

দোল

পিচকারি আর রং ,
দেখো সাজের ঢং !
আস্ত যেন ভূত ,
মজা কী অদ্ভূত !!





Tuesday 6 March 2012

কাঠবিড়ালি

কাঠবিড়ালি  কাঠবিড়ালি  খুঁজছো তুমি  কী ?
রোদ উঠোনে ধান শুকোতে তেলাই পেতেছি !
কাদামাটির  গড়বো  পুতুল,  সঙ্গ   দেবে  কি ?
বানিয়ে  দেব  রবি  দাদার  নোবেল প্রাইজটি !

Monday 5 March 2012

পান্তাবুড়ি

আন্তাবুড়ি   পান্তাবুড়ি  ঝোপের  ধারে   বাড়ি,
ঝাঁকড়া চুলে জবার খোঁপা আলতাপেড়ে শাড়ি !
দুষ্টুমি  তো  করবে,  তবে  করলে  বাড়াবাড়ি ;

পান্তাবুড়ি  আসবে  তেড়ে, ধরবে  চেপে নাড়ি !!




Tuesday 28 February 2012

টুনটুনি লো !

টুনটুনি  তোর  সরু  ঠোঁটে  আসন বুনে দে ,
দিনভর আর ফুড়ুৎ ফুড়ুৎ উড়ে বেড়াস নে !
ও মুখপুড়ি ! ঘরছাড়া ! তোর সঙ্গ দেবে কে ?
দিন ফুরালো,  বেলা গেলো,  মাথা বেঁধে নে ! 


ইড়িং বিড়িং

ইড়িং বিড়িং কথার ঝাঁক ,
ঠেকায় রাখা পিড়িং শাক  
তিড়িং বিড়িং লাফাচ্ছে ওই,  
ফ্রায়িং প্যান-এ  চিংড়ি মাছ  

Monday 27 February 2012

ব্যাঙ বাবাজি

সখ হয়েছে ব্যাঙ বাবাজির
কিনবে ন্যানো গাড়ি !
বিকিয়ে দেবে এক লাখেতেই
নালার ধারের বাড়ি !


দ্বন্দ

ধুপকাঠিরা করছে মিছিল ,
যখন তখন জ্বলবে না !
ধুনুচিরা দিচ্ছে বাধা ,
বলছে- মিছিল চলবে না !

আহ্লাদী রাত

ঝিঁঝিপোকা  অন্ধকারে  ঘুমায় নাকি  নাক ডেকে ,
ছিঁচকাঁদুনে লক্ষীপেঁচা  ফুঁপায় গাছের ডাল থেকে !
চমকে উঠে আহ্লাদী রাত, খেঁকশেয়ালের ডাক শুনে ;
অভয় আলোয় রাতের তারা পাহারা দেয় একমনে !

কাকতাড়ুয়া

কাকতাড়ুয়ার চিন্তা, বুঝি 
এই হারালো কাজ 
খেতের পাশে আসছে না আর  
দুষ্টু চড়াই আজ !


Wednesday 22 February 2012

মেনি

ভোরের রাতে ভাবছে মেনি চিলেকোঠায় বসে ,
রাতভর আর ভাল্লাগে না ঘুরতে দেশ বিদেশে 
বরং যদি চাকরি করি ভুলু দাদার বাড়ি, 
মাস ফুরোলেই মাইনে পাবো,পুজোয় পাবো শাড়ি ! 


Monday 20 February 2012

মায়ের ভাষা

জীবন কাটে ভাষার ভেলায়,
এই ভাষাতেই বাঁচতে শিখি   
মায়ের ভাষা আমার ভাষা 
এ গৌরবেই বলি লিখি 



এলোমেলো-১

হঠাৎ দেখি পাতারা সব উড়তে উড়তে জুড়ছে গাছে,
ডালপালাতে প্রজাপতি ফুল সেজে আনন্দে নাচে ।
চোখের ভুল? না,ঠিক দেখেছি? কি অদ্ভুত ভেবে না পাই,
ইকড়ি-মিকড়ি গল্প শুনে সব ভুলে ফের ঘুমোতে যাই !

Thursday 16 February 2012

তারিখ ভ্যাবলাকান্ত

ছটফটে  তারিখের  খটমটে  চোখ, 
তবুও শান্ত ভাবে যত বোকা লোক.
ক্যালেন্ডারের ঘরে  চুপচাপ বসে ,
দুনিয়ার ইতিহাস  গিলে গোগ্রাসে .

আবোল তাবোল - ২

মেঘলা দিনে পাগলা হনু
হুক্কাহুয়া ডাকে
খেঁকশিয়ালীর পুঁচকে ছানা
জড়িয়ে ধরে মা-কে

Thursday 9 February 2012

জলস্তর

টিউবওয়েল-এ ' ক্যাঁচর ম্যাঁচর '  
ক্যঁত পেড়ে কল ফিরছে পাশ  
ছোট্ট বাবান শুনলো নাকি 
আর্ত আওয়াজ.. ' চৈ..ত্র মা..স ' !!!

Monday 6 February 2012

ও পুরুলের পো...

ও পুরুলের পো...
পাখির ডানা ছোঁ 
গাছের টং-এ না ঝুলে, তুই
উড়তে পারিস তো !



ফড়িং

শুকনো ঘাসে খাচ্ছে ফড়িং
ছায়া-রোদের চচ্চড়ি
বিশ্বে নাকি বাড়ছে গরম
শুনছে প্রতি বচ্ছরই



Sunday 5 February 2012

স্বাধীনতার স্বাদ-১

একশো  দিনের কাজ রে ভাই
মাস্টার রোল  কোদাল  ঝুড়ি
সরকারি কাজ, মিলেছে আজ
বামুন- চাষা - বাগদি - হাঁড়ি



Saturday 4 February 2012

আবোল তাবোল

ফুল বালিসে জমছে মধু 
মাথার ভেতর মৌমাছি 
ঘুম স্বপনে মৌ-শিকারী
এসব নিয়ে  বেশ আছি  

Rhymes by Soumitra Roy // চার লাইন

চার লাইন 


ব্লগ-যাপনে চারটে লাইন 
কাব্য-ছড়া সু / মন্দ
শব্দশরীর পাতছে মাইন 
অন্তেমিল আর আনন্দ  


                     সৌমিত্র রায়